bridge

আন্তর্জাতিক ডেস্ক।।

কলম্বিয়ার ভিল্লা ভিসেনসিতে এল কারমেন নামের এক সংরক্ষিত বনে ঝুলন্ত সেতু ছিঁড়ে শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ১৫ জন। কলোম্বিয়ার ঝুঁকি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, অত্যধিক ভারে কাঠের সেতুটি ছিঁড়ে যায়।

সেতু

প্রত্যক্ষদর্শীর বারত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার সময় সেতুর ওপরে প্রায় ২০ জন ছিলেন। সেতুতে ওঠার জন্য দু হাজার পেসো গুণতে হলেও সেতুটি দেখাশোনার জন্য কোনো লোক নেই। একবারে সেতুর ওপরে কতোজন উঠতে পারবেন তা নির্ধারণ করে দেওয়ারও কেউ ছিল না।

ছিঁড়ে গেলেও সেতুটির বাম পাশটি দড়ির সঙ্গে আটকে ছিলো। সেতুটির উচ্চতা ৩২ থেকে ৪৯ মিটার।

সেতুটি স্থানীয় পর্যটকদের কাছে অনেক আকর্ষণীয় হওয়ায় সরকারি ছুটির দিনে এখানে অনেক লোক বেড়াতে আসতো।

এজেড/

কোন মন্তব্য নেই

মতামত দিন