obama

আন্তর্জাতিক ডেস্ক।।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শেষ করার আগে নিজ শহর শিকাগোতে বিদায়ী ভাষণ দিয়েছেন বারাক ওবামা। স্থানীয় সময় মঙ্গলবার রাতে দেওয়া এই ভাষণে তিনি বলেন, এবার আমার ধন্যবাদ বলার পালা।

২০০৮ সালে  শিকাগো থেকেই জয় লাভ করেন ওবামা। আর সে কারণেই তিনি বিদায় জানাতে হোয়াইট হাউজের বদলে শিকাগোকেই বেছে নেন।

দীর্ঘ আট বছরের শাসনামলে নিজের সফলতার উদাহরণ হিসেবে অর্থনৈতিক পরিস্থিতি পুনরুদ্ধার, কিউবার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা উল্লেখ করেন।

ওবামা স্বীকার করেন যুক্তরাষ্ট্রে এখনো বর্ণবাদের অস্তিত্ব আছে। তিনি বলেন, বর্ণবাদের বিরুদ্ধে সবাইকে আরও অনেক কিছু করতে হবে। অন্যের দৃষ্টিকোণ থেকে প্রতিটি বিষয়কে উপলব্ধি করতে তিনি আমেরিকান নাগরিকদের অনুরোধ জানান।

প্রায় ২০ হাজার দর্শকের সামনে দাঁড়িয়ে তিনি প্রেসিডেন্ট হিসেবে তার শেষ ভাষণটি দেন। বক্তব্য দেওয়ার সময় সমর্থকরা ‘আই লাভ ইউ ওবামা’ বলে চিৎকার করতে থাকেন। এ সময় কয়েক বারই থেমে যেতে হয়েছে প্রেসিডেন্ট ওবামাকে।

বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিষয়েও আলোচনা করেন। তিনি বলেন, ট্রাম্প কাছে তিনি ঝামেলাহীনভাবে ক্ষমতা হস্তান্তর করতে চান।

আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্টের ক্ষমতা গ্রহণ করবেন।

এজেড/

কোন মন্তব্য নেই

মতামত দিন