Amir khan

বিনোদন ডেস্ক ।।

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট পর্দার বাইরে অনেকটা গুরুগম্ভীর বটে। তবে সময়ে সময়ে তার মনেও আবেগের মেঘ জমে। আর তা চোখ ছুঁয়ে ঝরে পড়ে কান্না হয়ে।

সম্প্রতি আমির খানের ‘দঙ্গল’র সাকসেস পার্টিতে এমনই আবেগঘন মুহূর্তের সাক্ষী হয়েছে বলিউড। জনপ্রিয় অভিনেত্রী রেখার কাছ থেকে ‘দঙ্গল’ প্রসঙ্গে ভূয়সী প্রশংসা পান আমির খান।

শুধু তাই নয়, ‘দঙ্গল’-এ মুগ্ধ হয়ে রেখা একটি চিঠিও লিখে আনেন আমিরের জন্য। চিঠি পড়ে আমির খান রীতিমত কেঁদে ফেললেন। চিঠিতে কি লেখা ছিলো সেটা প্রকাশ না করে আমির জানান, তার (রেখা) প্রত্যেকটা কথা হৃদয়ে গিয়ে লেগেছে।

এর আগে সালমান খানের ‘বাজরাঙ্গি ভাইজান’ দেখেও জনসম্মুখে কেঁদে ফেলেন আমির খান।

কেআই/

কোন মন্তব্য নেই

মতামত দিন